ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী, সড়ক, রেল, বিমান চলাচলে প্রভাব

২৯ ডিসেম্বর : ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলি। আগামী দু’ তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে কনকনে ঠান্ডার পাশাপাশি থাকবে কুয়াশাও। রবিবার সকাল থেকে কুয়াশার পরিমাণ সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এদিকে, কুয়াশার প্রভাবে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। সড়কপথের পাশাপাশি রেল এবং বিমান চলাচলেও প্রভাব পড়ছে।

কুয়াশার কারণে আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমানের ওঠানামায় দেরি হচ্ছে। প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেনগুলির উপরে। রেল সূত্রে খবর, কুয়াশার কারণে সমগ্র উত্তর ভারত জুড়ে ১১টি ট্রেন দেরিতে ছেড়েছে। কুয়াশার প্রভাবে সড়কপথে বেড়েছে দুর্ঘটনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন ছ’জন। মোট ১২ জন পথ দুর্ঘটনায় আহত হয়েছেন। নয়ডা এবং গ্রেটার নয়ডা এলাকার সমস্ত স্কুলে শুক্র এবং শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী চার–পাঁচ দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ৭–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Author

Spread the News