ঘন কুয়াশা, দিল্লিতে বিমান-রেল চলাচলে সমস্যা

১৬ জানুয়ারি : ঘন কুয়াশার চাদরে মুখ লুকিয়েছে দিল্লি। দৃশ্যমানতা কমেছে দিল্লির প্রতিটি প্রান্তে। ফলে বিমান এবং রেল চলাচল উভয়েই সমস্যার সম্মুখীন হয়েছে। প্রবল সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। দিল্লিতে কুয়াশার জেরে ১০০ টি বিমানের উড়ান এরফলে প্রভাবিত হয়েছে।

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রিতে নেমেছে। ফলে প্রবল শীতের সঙ্গে কুয়াশার দাপটে নাজেহাল দিল্লিবাসী। শীত এবং কুয়াশার জেরে দেরিতে চলছে ৩০ টি ট্রেন চলাচল। আগামী কয়েকদিন দিল্লিতে এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে কুয়াশার জেরে ব্যাহত হয়েছে হাওড়া স্টেশনের দূরপাল্লার ট্রেন চলাচলও। হাওড়া স্টেশনে পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলছে। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলেই এই সমস্যা বলে জানা গিয়েছে। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News