ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজ্যে হাহাকার, ব্যবস্থা নেওয়ার দাবি

বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অসমের সর্বত্রই  জনজীবনে ভয়াবহ বিপৰ্যয় নেমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্ৰেস বিবৃতিতে বলেন়, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের ফলে গাছ ভেঙে ছাত্ৰছাত্ৰী সহ বহু মানুষ আহত হয়েছে। তার সঙ্গে অসংখ্য ঘর বাড়ি ক্ষতিগ্ৰস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন মানুষ বন্যায় মৃত্যু ঘটেছে। অসমের শহরে নগরে কৃত্ৰিম বন্যায় মানুষের জীবনে হাহাকার নেমে এসেছে।

ভূমিস্খলনের ফলে বরাক উপত্যকার সঙ্গে সমগ্ৰ দেশের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পরেছে। অথচ রেমালের তাণ্ডব ক্ৰমবৰ্ধমান। নতুন করে রাজ্য ব্যাপী বন্যা হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার সতৰ্কতামূলক ব্যবস্থার কথা ঘোষণা করেছে যদিও আমরা মনে করি যে  সমগ্ৰ পরিস্থিতির প্ৰতি সরকারের সতর্ক দৃষ্টি রাখা দরকার। ভুক্তভোগীদের জন্য প্ৰয়োজন সাপেক্ষে ক্যাম্পের ব্যবস্থা করা, যুদ্ধকালীন তৎপরতায় ত্ৰাণের ব্যবস্থা করা, আহতদের দ্ৰুত চিকিৎসার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ প্ৰদান করা, কৃত্ৰিম বন্যা সমস্যার দ্ৰুত সমাধান করা, বিপৰ্যস্ত যোগাযোগ ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠা করা, গাছ ভেঙে যাওয়ার ফলে বিছিন্ন বিদ্যুৎ সংযোগ সমস্যার দ্ৰুত সমাধান করার দাবি জানায় । তাছাড়াও সম্ভাব্য যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্ৰশাসনকে সতর্ক দৃষ্টি রাখার জন্য দাবি জানানো হয়।

Author

Spread the News