শিলচর-গুয়াহাটি রুটে দৈনিক বিমান সেবা চালু করার দাবি

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : বৰ্তমানে শিলচর ও গুয়াহাটির মধ্যে দৈনিক বিমান সেবা না থাকার ফলে বরাক উপত্যকার মানুষ যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এর ব্যবস্থা নিতে সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দিয়ার হস্তক্ষেপ কামনা করেছে।

পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে বিমান চলাচল মন্ত্রীর কাছে এক ই-মেইল পাঠিয়ে শিলচর ও গুয়াহাটির মধ্যে দৈনিক বিমান সেবা না থাকার দরুন মানুষ যে অসুবিধার সম্মুখীন হয়েছেন তা উল্লেখ করে সত্বর এই রুটে প্রতিদিন বিমান সেবার ব্যবস্থা দাবি জানিয়েছেন। এতে বলা হয় যে আগে এই রুটে দৈনিক বিমান ছিল কিন্তু হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়াও উত্তর অসমের সঙ্গে বিমান যোগাযোগ উন্নত করার লক্ষ্যে তেজপুর ও শিলচরের মধ্যে একটি বিমান সেবা চালু করার করারও দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি হারাণ দে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একই ভাবে  ই-মেল পাঠিয়ে শিলচর ও গুয়াহাটির মধ্যে দৈনিক বিমান সেবার ব্যবস্থা করতে অসামরিক বিমান চলাচল মন্ত্রকে ওপর চাপ সৃষ্টি করারও অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদন : পিএনসি, শিলচর।

Author

Spread the News