শিলচরের কাঁঠাল পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন ডিয়ার বয়েজ ক্লাবের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা নেতাজির দেশপ্রেম, ত্যাগ ও সাহসিকতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিয়ার বয়েজ ক্লাবের সভাপতি কালাম হোসেন মজুমদার, সহ-সভাপতি সাহারুল ইসলাম লস্কর, সম্পাদক সজল লস্কর, সহ-সম্পাদক গোলাম সাদিক চৌধুরী, প্রচার সম্পাদক রমিজ উদ্দিন লস্করসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও ত্যাগ আজও যুবসমাজকে দেশ গঠনের পথে অনুপ্রাণিত করে চলেছে।

ডিয়ার বয়েজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাইকেলে দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের দেশপ্রেমমূলক ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *