দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর নগরীয় ‘পকিপথ’ নির্মাণ আচনীর অধীনে মেহেরপুরের শ্রীদুর্গা সরণী ও পুষ্পবিহারী লেনে দুইটি সিসি ব্লকের রাস্তার কাজের শিলান্যাস বিধায়ক দীপায়ন চক্রবর্তী করেন। শুক্রবার দুইটি কাজের পৃথক সভায় স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে উন্নয়নের সাক্ষী হয়েছেন, যা শিলচরের নিম্নাঞ্চলীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে সকলে মনে করছেন। প্রথম অনুষ্ঠান শ্রীদুর্গা সরণীর সর্বজনীন দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ অর্থবছরের অধীনে শ্রীদুর্গা সরনীতে ব্লক যুক্ত দুই পাশে ড্রেন সহ ৪৬৩ মিটার লম্বা সিসি ব্লক যুক্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। একইভাবে পুষ্পবিহারী লেনেও অনুরূপ রাস্তার কাজ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগগুলো স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে।সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরণীর উন্নয়ন কমিটির সভাপতি ফজির উদ্দিন লস্কর, সম্পাদক বাবুল নাথ, কোষাধ্যক্ষ শ্যামল সূত্রধর, পূর্ত বিভাগের শিলচর-উদারবন্ধ নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ, জেলা বিজেপি কার্যকরী সদস্য অজিত দেব, বিজেপির নিউ শিলচর মণ্ডলের উপসভাপতি মিঠুন রায়, সম্পাদক শংকর পাল প্রমুখ। তাদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠান সচারুভাবে পরিচালনা করেন ইন্দ্রানী দেবী।
প্রধান অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে বলেন, “জনগণকে বোকা বানিয়ে উন্নয়নকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস সরকারের বিরাট অবদান রয়েছে।” তিনি যোগ করেন, শিলচরের পাহাড়সম সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা ও সহযোগিতায় অনেক অংশ সমাধান হয়েছে, যাতে জনগণের অপরিসীম সহযোগিতা ছিল। এই রাস্তাগুলোর কাজেও সকলের সহযোগিতা কামনা করে তিনি মুখ্যমন্ত্রীকে শিলচরের উন্নয়নে ব্যাপক সাহায্যের জন্য ধন্যবাদ জানান। অন্যান্য বক্তা হিসেবে অনিরুদ্ধ নাগ ও মিঠুন রায় বক্তব্য রাখেন।উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন দুই রাস্তার ঠিকাদার মদন পালসহ বাপন দেব, দেবাশিস রায়, গৌতম যাদব, মিনু শুক্লবৈদ্য, আলপনা চৌধুরী, সমরেন্দ্র সেন, বিশ্বতোষ দাস, আনন দাস, চয়ন সূত্রধর, মনিকা গুপ্ত, রিঙ্কি দাস, কিমপাও রংমাই প্রমুখ। স্থানীয়রা এই উদ্যোগ নিয়ে আশাবাদী, কারণ এটি শিলচরের মেহেরপুর এলাকায় যোগাযোগের উন্নয়ন ঘটাবে।


