শিলচরে দু’টি প্রকল্পের উদ্বোধন করে প্রসংশার জোয়ারে ভাসলেন দীপায়ন

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচরে দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর পুরনিগমের কমিশনার সৃষ্টি সিং সহ স্থানীয় বিশিষ্টজনেরা। মঙ্গলবার প্রকল্প দু’টি উদ্বোধনের পর স্থানীয় জনগণের বাঁধভাঙা উচ্ছ্বাস এবং প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।  
 
এদিন প্রথমে পুরনিগম এলাকার ১৯ ওয়ার্ডের অধীনে ন্যাশনাল হাইওয়ের ওয়েস্টার্ন কমপ্লেক্সে নির্মিত রাস্তার উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই কাজে ব্যয় হয়েছে ৮.৫ লক্ষ টাকা।

পরে একই ওয়ার্ডের জগবন্ধু লেনের অ্যাপ্রোচ সহ লঙ্গাইখালের ওপর নির্মিত কালভার্টের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১৫ লক্ষ টাকা। দুটি প্রকল্পের উদ্বোধনেই ছিলেন পুরনিগম কমিশনার সৃষ্টি সিং। প্রকল্প দুটির উদ্বোধন করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বলিষ্ঠ নেতৃত্বে আজকের দিনে শিলচর পুরনিগম এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণের কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে আজ উনিশ নম্বর ওয়ার্ডে দুটি প্রকল্পের উদ্বোধন হল। আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রসঙ্গত বিধায়ক দীপায়ন চক্রবর্তী উল্লেখ করেন যে ন্যাশনাল হাইওয়ে এলাকার জমাজল নিষ্কাশনে রাস্তার দু’দিকে ড্রেনেজ নির্মাণে অর্থ বরাদ্দ হয়েছে, কিছু দিনের মধ্যেই ড্রেনের নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়নের পর এতদঞ্চলের জমাজল সমস্যা নিরসন হবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *