তারাপুর মদনমোহন আখড়া পরিস্কার করলেন দীপায়ন

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে স্বচ্ছতা অভিযান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। শুক্রবার সকাল থেকে শিলচর তারাপুর মদনমোহন আখড়ার ভেতর ও বাইরের দিক পরিস্কার করেন দলবল নিয়ে বিধায়ক চক্রবর্তী। এ দিন তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপদেশক্রমে ১৮ থেকে ১৯ জানুয়ারি অবধি বিজেপি প্রত্যেক স্তরের নেতা-কর্মী, বেসরকারি সামাজিক সংস্থার সদস্য সহ শিলচর পুরসভার সাহায্যে যৌথভাবে শিলচরের সব কয়টি সড়ক সহ মন্দির ও মন্দির চত্বর স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে।

তিনি এও জানান, আজ বিকেল সাড়ে চারটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে এক ভজন র‍্যালি বের হবে। শিলচর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গিরখাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। এই ভজন র‍্যালিতে উপস্থিত থেকে ভজন পরিবেশন করবেন গুয়াহাটি থেকে আসা মনোজ পণ্ডিত ও ডিব্রুগড় থেকে আগত দিশা বরুয়া। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্ত সম্পর্ক প্রমুখ ক্ষৌনীশচন্দ্র চক্রবর্তী।

তারাপুর মদনমোহন আখড়া পরিস্কার করলেন দীপায়ন

অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সবাইকে আগামী ২২ জানুয়ারি অবধি এইসব কার্যসূচিতে উপস্থিত থেকে সফল করে তোলার জন্য অনুরোধ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News