বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : বদলি হলেন কাছাড়ের ডিডিসি নরসিং বে। তাঁকে বদলি করা হয়েছে হাইলাকান্দিতে। তাঁর স্থলে যোরহাট থেকে কাছাড়ে বদলি করা হয়েছে রাজীব রায়কে। বদলি হয়েছেন কাছাড় জেলা পরিষদের সিইও প্রণবকুমার বরাও। তাঁকে বদলি করা হয়েছে গোয়ালপাড়ায়। তাঁর স্থলে দিসপুর সচিবালয় থেকে এসেছেন ডি সুচিয়াং। এছাড়া হাইলাকান্দির অতিরিক্ত জেলা কমিশনার দীপমালা গোয়ালাকে বদলি করা হয়েছে গোয়ালপাড়ায়। এবং গোলাঘাটের অতিরিক্ত জেলা কমিশনার ডেভিডকুমার বরাকে বদলি করা হয়েছে কাছাড়ে।
একই ভাবে উদালগুড়ির অতিরিক্ত জেলা কমিশনার মনোজ্যোতি কুটুমকে কাছাড়ে এবং ওয়েস্ট কার্বি আংলং থেকে অতিরিক্ত জেলা কমিশনার মনসুর আহমদ মজুমদারকে বদলি করা হয়েছে হাইলাকান্দিতে।


