বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : শিলচর, রংপুর বাহাদুরপুরস্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার ১৩তম বার্ষিক জলসা ও দস্তারবন্দী মহফিল আগামী ২১ ডিসেম্বর, রবিবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহফিল উপলক্ষে প্রস্তুতি চলছে জোরকদমে।
এ উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, মহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মওলানা শাহসুফি মুহি উদ্দিন (রংপুরী)। সহ-সভাপতি হিসেবে থাকবেন আলহাজ মওলানা সৈয়দ শাফী আহমেদ। কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, মহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রামপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা সৈয়দ ফয়জান রেজা নুরি কাদেরি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ শাহসুফি সৈয়দ মুফিদুল হোসাইন মাদানি (সেটেলমেন্ট )।
এছাড়াও আরও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। মহফিলটি সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এবং দস্তারবন্দী অনুষ্ঠানের মাধ্যমে কৃতী ছাত্রদের সম্মানিত করা হবে।


