দক্ষিণ কামরূপে স্ত্রী ও মেয়েকে মাছের ছুরি দিয়ে কেটে হত্যা

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : দক্ষিণ কামরূপের নগরবেড়ায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। স্ত্রী ও মেয়েকে মাছের ছুরি দিয়ে কেটে ফেলেন এক ব্যক্তি। নগরবেড়ার হরিদ্বারে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। স্বামী ভজন মালো তার স্ত্রী ও ছয় বছরের মেয়েকে কেটে দিয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৎস্য ব্যবসায়ী ভজন মালো তার স্ত্রী মমতা মালো (৩৫) ও ছয় বছরের মেয়ে পিংকি মালো মাছ কাটার ছুরি দিয়ে হত্যা করে। স্থানীয়দের সন্দেহ পারিবারিক কলহের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ভজন মালো নাগরবেড়া থানায় আত্মসমর্পণ করেছে। জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নগরবেড়া এলাকায়।

Author

Spread the News