ড্যাফোডিলস স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শিলচর ড্যাফোডিলস স্কুলের ইটখলা ফুটবল গ্রাউন্ডে পাঁচদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  শনিবার  জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। উৎসাহে ঝলমলে এক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে ক্রীড়াঙ্গন উল্লাসে মুখরিত হয়ে উঠল। এই উৎসব শুধু খেলার মাঠ নয়, বরাক উপত্যকার যুবশক্তির সম্ভাবনার প্রতিফলন হয়ে উঠেছে।

সমাপ্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবব্রত দত্ত, দিলীপরঞ্জন নন্দী, আশুতোষ রায়, মৃণাল কান্তি রায়, সজল লস্কর, প্রণব বণিক, রতন সিং এবং চন্দন সিং প্রমুখ। বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত দে, ড্যাফোডিলস এডুকেশন ট্রাস্টের চেয়ারপারসন অমলেন্দু দে, সভাপতি মিতালী দে, ম্যানেজিং এক্সিকিউটিভ ট্রাস্টি নবেন্দু দে, দিব্যেন্দু দে, রাজশ্রী দে এবং ট্রাস্টের সম্পাদক ও উপাধ্যক্ষ বাবি দত্ত দে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মানিত করা হয়। সম্মাননা তুলে দেন অধ্যক্ষ সুব্রত দে, নবেন্দু দে, অমলেন্দু দে, মিতালী দে, দিব্যেন্দু দে এবং রাজশ্রী দে। এই সম্মাননা স্থানীয় সমাজ ও শিক্ষা ক্ষেত্রের সহযোগিতার প্রতীক হয়ে উঠল।

এবছরের ক্রীড়া উৎসবে ছোটদের জন্য রিবন রেস, সেক্রেটারি চকলেট, হিট দ্য টার্গেট, রানিং রেস, ভাস্কর বল, চকলেট রেস, অংক দৌড়, কোন রেস, লং জাম্পসহ বড়দের জন্য ক্রিকেট, ফুটবল, কাবাডি, দাবা এবং লুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে বিভিন্ন খেলায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়, যা তাদের মুখে হাসির রেখা ফুটিয়ে তুলল।

উপস্থিত অতিথিরা বক্তব্যে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, খেলাধুলা স্কুল জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রাপ্ত প্রশিক্ষণ ভবিষ্যতে বরাক উপত্যকা এবং দেশের নাম উজ্জ্বল করবে। এই আশাবাদ শিলচরের শিক্ষা ক্ষেত্রে নতুন প্রেরণা যুগিয়েছে। পাঁচদিনব্যাপী এই বিশাল অনুষ্ঠান সফল করতে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-অশিক্ষক কর্মচারীর পরিশ্রমের প্রশংসা করেন ড্যাফোডিলস এডুকেশন ট্রাস্ট কর্তৃপক্ষ। ট্রাস্টের সম্পাদক বাবি দত্ত দে স্থানীয় জনগণ এবং ইটখলা এথলেটিক ক্লাবকে ধন্যবাদ জানান। বিশেষ করে মাঠ সুবিধা প্রদানের জন্য ক্লাব কর্তৃপক্ষের হাতে ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই উদ্যোগ শিলচরের ক্রীড়া ও শিক্ষার এক নতুন মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *