সাংস্কৃতিক কর্মী রন্টু বাগচি আর নেই, শোক

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : প্রখ্যাত সমাজ ও সাংস্কৃতিক কর্মী রন্টু বাগচি আর নেই। শনিবার ভোর চারটা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। গত ১৯ দিন ধরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতির কথা জানান চিকিৎসকরা। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বাগচি।
অম্বিকাপট্টির বাসিন্দা রন্টু বাগচি একজন ব্যবসায়ী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মঞ্চে আলো-শব্দের কারিগর ছিলেন রন্টু বাগচি। সম্প্রতি তিনি নাট্যক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে এবং এক পুত্রবধূ নিয়ে থাকতেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Author

Spread the News