ত্রিপুরায় এআইডিএসও-র প্রতিষ্ঠা দিবস পালন
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে ২৮ ডিসেম্বর ৭১তম প্রতিষ্ঠা দিবস পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও-র ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার রাজ্য কমিটির কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকাল ১১টায় অফিসে পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য। এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন।
জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবি সহ শিক্ষার ওপর নেমে আসা ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলা ও শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে এআইডিএসও-কে শক্তিশালী করার আহ্বান জানান রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজু আচার্য সহ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেশ দত্ত, অভিজিৎ মজুমদার, প্রীতিলতা দেবনাথ প্রমুখ।