উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে হাঁটুজল, ঝুঁকি নিয়ে পারাপার

বরাক তরঙ্গ, ১৯ জুন : শিলচর শহরতলী উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকার জাতীয় সড়কের উপর হাঁটু জল। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই দুর্ভোগ নতুন নয়, বেশ কয়েক মাস থেকে ভুগছেন স্থানীয় লোক সহ দক্ষিণ কাছাড়ের জনগণ। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও বৃষ্টির জমাজল সড়কের বহু অংশ জুড়ে রয়েছে। স্কুলের সামনে প্রায় হাঁটুজল। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়কের সিসি ব্লক সরে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা দায় হয়ে পড়েছে। যারদরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এক কথায় বাইক সহ ছোট যান নিয়ে চালক ঝুঁকি নিয়ে এই অংশ পার হচ্ছেন। এছাড়া স্থানীয় পথচারীদের চলাচলে সমস্যার মুখে পড়েছেন। জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে ফের সরব হলেন স্থানীয় কিছু লোক। বুধবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে এক অভিনব প্রতিবাদ চোখে পড়ে।

উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে হাঁটুজল, ঝুঁকি নিয়ে পারাপার

এদিন ভুক্তভোগীরা জাতীয় সড়কে জমাজলের জন্য পথচারী ও যান চলাচলে সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে, জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান। আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। এ দিকে মাস খানেক আগে এক্সেকেবেটর দিয়ে ড্রেন পরিস্কার করলে কিছু দিন এই সমস্যা থেকে রেহাই পাওয়া গেলেও বর্তমানে ভয়াবহ অবস্থা। ড্রেনের জল কোথায় গিয়ে পড়বে তার কোন নির্দিষ্ট পথ না থাকায় ড্রেনের জল ড্রেনেই থাকছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ছাড়া সড়ক থেকে ড্রেনে জল যাওয়ার সংযোগও প্রায় নেই বলে জানান স্থানীয়রা। 

Author

Spread the News