বিভিন্ন দাবিতে হাইলাকান্দিতে সিপিএমের সমাবেশ
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রেশন ব্যবস্থা শক্তিশালী করা, বেকারদের জন্য কর্মসংস্থান, মিড ডে মিল, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীসহ প্রকল্প কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, পুরনো পেনশন প্রকল্প চালু করা, কৃষকের ফসলের লাভজনক মূল্য নির্ধারণ, বনাঞ্চল খাস জমিতে দীর্ঘদিন থেকে বসবাসকারীদের জমির অধিকার প্রদান, আধার কার্ড বঞ্চিতদের আধার কার্ড প্রদান, বিদ্যুৎ মাসুল কমানো, নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান, কৃষি শ্রমিক ও গ্রামীণ মজুরি শ্রমিকদের ৬০ বছর পর পেনশনের ব্যবস্থা করা,
জব কার্ড শ্রমিকদের মজুরি দৈনিক ৬০০ টাকা এবং ২০০ দিনের কাজ দেওয়া, চা শ্রমিকদের মজুরি ৬৬৯ টাকা প্রদান করা ইত্যাদি দাবিতে বৃহস্পতিবার সিপিআই (এম ) হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে গণ সমাবেশের আয়োজন করা হয়।
শ্রমিক নেতা আলা উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী সদস্য নির্মল দে, এবং কাছাড় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সমিরন আচার্য।
প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির তীব্র বিরোধিতা করে উপরোক্ত দাবির পরিপ্রেক্ষিতে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
হাইলাকান্দির স্থানীয় রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে আয়োজিত উক্ত সমাবেশের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন দলের হাইলাকান্দি জেলা সম্পাদক অধীর নাথ। তিনি জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এ দিনের সমাবেশের মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলী সদস্য কুমুদ দাস, চিন্তাহরণ সূত্রধর, বুরহান উদ্দিন চৌধুরী, জেলা সদস্য অনন্ত দাস, সুনির্মল দাস। করিমগঞ্জ থেকে অতিথি হিসেবে এসেছিলেন দলের নেতা পার্থপ্রতিম হাজরা ও পরিতোষ নাথ।