মণ্ডল সভাপতি নিয়োগে নরসিংহপুর ব্লক কংগ্রেসে বিতর্ক

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : লোকসভা ভোটের প্রাকমুহূর্তে তিন মন্ডল কংগ্রেস সভাপতিকে নিয়োগ দিয়ে বিতর্কের মধ্যে পড়লেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের সভাপতি গৌর গোবিন্দ। এনিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কংগ্রেস মহলে। বুধবার কাবুগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন একাংশ কংগ্রেসিরা। ব্লক কংগ্রেসের সহ সভাপতি তথা নগদিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তাজ উদ্দিন বড়ভূইয়া, চান্দপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি সাজুল হক লস্কররা বলেন, লোকসভা ভোটের সময় বিজেপির ইশারায় প্রকৃত কংগ্রেসিদের বাদ দিয়ে নগদিরগ্রাম, চান্দপুর ও কাজিডহর মণ্ডল সভাপতি নিযুক্তি করেছেন ব্লক সভাপতি।

গত সোমবার নতুনবাজারের দলীয় এক সভায় জেলা সভাপতি অভিজিৎ পালকে অন্ধকারে রেখে কৌশলে পছন্দের তিন সভাপতিকে নিযুক্তি দিয়েছেন ব্লক সভাপতি। পুরানো কমিটিকে কোনও অবগত না করেই মর্জিমাফিক বিগত দিনে যারা দল বিরোধী কাজে ছিলেন আজ তাদেরকেই মণ্ডল সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে তাঁরা গুরুতর অভিযোগ তুলেন। এই মণ্ডল কমিটি গুলো বাতিল করে নতুন করে গঠন করার জন্য জেলা সভাপতির কাছে দাবি জানান তারা।

মণ্ডল সভাপতি নিয়োগে নরসিংহপুর ব্লক কংগ্রেসে বিতর্ক

এদিন সাংবাদিক বৈঠকে তিন জিপির কংগ্রেসিদের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর হিলাল লস্কর, সিরাজ উদ্দিন মজুমদার, আকসানুর রহমান মজুমদার, আলতাফ হোসেন লস্কর, জয়নুল হক লস্কর, বশির উদ্দিন আহমেদ, মাহমদুল আলম মজুমদার, আইনুল হক মজুমদার, ইকবাল হোসেন লস্কর, আশিকুল হক চৌধুরী প্রমুখ।

Author

Spread the News