বারিকনগরে কনজিউমার্স অ্যাসোসিয়েশনের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : উত্তর বারিকনগর গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ, প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করা, লোডশেডিং বন্ধ করা ইত্যাদি দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়। মঙ্গলবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কার্যকরী সদস্য সঞ্জীব রায়, অঞ্জন কুমার চন্দ, ইউনিশ আলি চৌধুরী এবং স্থানীয় বাসিন্দা যথাক্রমে সেলিম উদ্দিন বড়ভূইয়া, সাহাবুদ্দিন আহমেদ, সানফর উদ্দিন বড়ভূইয়া, নাসির লস্কর প্রমুখ স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হোন। এলাকার বাসিন্দারা জানান বিদ্যুতের মাশুল দিন দিন বাড়ছে অথচ ঘন ঘন লোডশেডিং এ জেরবার হতে হচ্ছে জনগণকে।

জনগণের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে স্মাৰ্ট মিটার ব্যবস্থা চালু করে জনগণের টাকা রিচার্জের নামে যে ভাবে লুঠ করা হচ্ছে তাতে সবাই আতঙ্কিত। স্বাক্ষর গ্রহণে উপস্থিত একজন দিন দরিদ্র মহিলা জানান তাকে এপিডিসিএল থেকে পাঁচ হাজার দু’শ টাকা বিল পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কিভাবে তা প্রদান করবেন তা নিয়ে চিন্তিত রয়েছেন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ, প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করার জোরালো দাবি উত্থাপন করা হয়।

Author

Spread the News