উধারবন্দের দুর্গানগরে সেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের উদ্ধোধন

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : উধারবন্দ বিধানসভার অন্তর্ভুক্ত দুর্গানগর দ্বিতীয় খণ্ডে উত্তরপূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে সেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ এনইসি বিভাগের সচিব অংশুমান দে। রবিবার এই সেওয়ালি ডেমো ফার্মের উদ্ধোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্মসচিব অংশুমান দে, এনইসিটিএআর-এর আঞ্চলিক কর্মকর্তা প্রভাত বড়পূজারী, স্টেট অফিসার বাবুল শইকিয়া, কাছাড় জেলার কৃষি বিভাগের এসডিও  জয়নাল আবেদিন, সিলভা বায়োট্রেক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস ও ডিস্ট্রিক্ট অফিসার প্রীতম দাস, বিদ্যুৎ দেব, শ্যাম সিংহা প্রমিখ।

সভার প্রথমে উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে এবং হাতে লক্ষ্মীপুরের উৎপাদিত একটি করে আনারস তুলে সম্মান জানানো হয় উপস্থিত কৃষকদের পক্ষ থেকে।এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে অংশুমান দে বলেন, রাসায়নিক সারের কারনে ক্যান্সার রোগ সহ অন্যান্য খারাপ রোগ গুলোর প্রভাব মানুষের শরীরে দেখা দিচ্ছে।  জৈবিক সার ব্যবহার কৃষিকাজে যেমন কৃষক ও গ্ৰাহকদের ক্ষেত্রে অতি উত্তম। বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কৃষিকাজের উন্নতির জন্য ব্যাপকহারে সাহায্য করে যাচ্ছেন। সঠিক শিক্ষা গ্ৰহন করলে যেমন ছাত্রদের উন্নতি ঘটে, তেমনিই কৃষকদের কৃষিকাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে হলে কৃষকদের কৃষি বিভাগের সাহায্য ও শিক্ষা গ্ৰহন করতে হবে।

উধারবন্দের দুর্গানগরে সেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের উদ্ধোধন

বকুল শইকিয়া বলেন, কৃষক সমাজের প্রাণ কৃষক উৎপাদন না করলে, পৃথিবীর মানুষ অনাহারে মরবে। তাই প্রত্যেককে কৃষকদের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। সিলভা বায়োট্রেক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস বলেন, রাসয়নিক সার কৃষিক্ষেত্রে থেকে সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জৈব সারের দ্বারা কৃষিকাজ করার পরামর্শ দেন। এই সেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের এসে জৈব সারের মাধ্যমে কিভাবে চাষ করা যায়, তা জানাতে পারলেই কৃষকদের উন্নতি ঘটবে ও কৃষকদের উন্নতির সঙ্গে দেশবাসীরও উন্নতি ঘটবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা সহ উপস্থিত কৃষকদের ক্ষয়-ক্ষতির বিষয়ে তুলে ধরেন মনিতন সিংহ এবং কৃষকদের মধ্যে মতামত জানান মোহন লাল, রঞ্জিতকুমার দাস, শিবম কুমার দে প্রমুখ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেইনার শান্ত সিংহ, আবিদ রাজা লস্কর, কৃষ্ণমোহন সিংহ, গোওস আহমেদ বড়ভূইয়া, রফিক আহমেদ লস্কর সহ অন্যান্যরা।

উধারবন্দের দুর্গানগরে সেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের উদ্ধোধন

Author

Spread the News