বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে যথাযোগ্য মর্যাদায় ১১তম সংবিধান দিবস পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন দত্ত । এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, শৈক্ষিক নিবন্ধক ডঃ অভিজিৎ নাথ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা ।
অনুষ্ঠানের প্রথমে উপস্থিত বিশিষ্টজনদের ধারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । স্বাগত ভাষণ প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. সুমিতা ভট্টাচার্য।
প্রধান অতিথি অধ্যাপক নিরঞ্জন দত্ত তাঁর বক্তৃতায় ভারতীয় সংবিধানের বিভিন্ন মৌলিক ও সূক্ষ্ম দিক নিয়ে আলোকপাত করেন। তিনি সংবিধানের মূল্যবোধ সমুন্নত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে ভারতীয় সংবিধানের অন্তর্নিহিত মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, সংবিধান কেবল একটি আইনগ্রন্থ নয়, এটি দেশের পথনির্দেশক, যা নাগরিকদের অধিকার, কর্তব্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তি রচনা করে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সংবিধানের চেতনা ধারণ করে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথও সংবিধান দিবসের তাৎপর্য এবং আধুনিক ভারতে সংবিধানের প্রাসঙ্গিকতা বিষয়ে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ভানলালিয়েন পুলামতে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. দীপান্বিতা দে পুরকায়স্থ।


