বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : কংগ্রেস সংখ্যালঘুদের ভোট নিয়ে সম্মান দেয় না। সংখ্যালঘু অনুন্নত রেখে শুধু ভোটও হাসিল করেছে কংগ্রেস। এ কথা গুলো বললেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। বুধবার বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন বিভিন্ন গ্রামে উন্নয়ন মূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করে আয়োজিত সভা গুলোতে এভাবে কংগ্রেসকে নিশানা করে বিধায়ক সাজু বলেন, চল্লিশ বছর কংগ্রেসে ভোট দিয়ে সংখ্যালঘুরা কেবল বঞ্চনার শিকার হয়েছেন। তাই আগামী নির্বাচনে বঞ্চনার বদলা নিতে সংখ্যালঘুদের আহবান জানান তিনি।
এদিন চিরিপার-মণিপুর জিপিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার সূচনা করেন সোনাইর বিধায়ক। গ্রামোন্নয়ন তহবিল থেকে বেশ কয়েকটি কাজের শিলান্যাস করেন তিনি। এরমধ্যে মনিপুর দ্বিতীয় খণ্ডে ৫০ লক্ষ টাকা ব্যয়ে হেলথ সাব সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এদিন অনুষ্ঠান গুলোতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ বিশিষ্ঠরা।
এদিকে, কংগ্রেসে যোগ দিয়ে দলত্যাগ করা আমসু নেতা রেজাউল করিম সরকারের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক করিম উদ্দিন জানান, সংখ্যালঘু নেতাদের উঠতে দেয় না কংগ্রেস। রেজাউলকে অপমানের জবাব নির্বাচনে ভোটাররা দেবেন বলে মন্তব্য করেন তিনি।



