ধলাইয়ে একদিনে একাধিক নির্বাচনী সভা কংগ্রেসের

ধলাইয়ে একদিনে একাধিক নির্বাচনী সভা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : ধলাই বিধানসভা উপনির্বাচনের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচনী সভা সপ্তগ্রামে অনুষ্ঠিত হয়। শুক্রবার সপ্তগ্রাম জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি নাইম উদ্দিন লস্করের পৌরহিত্যে এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর, শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি তথা এপিসিসির সদস্য জলাল আহমদ মজুমদার সহ কংগ্রেস দলের আরও বিশিষ্ট নেতা কর্মীরা। সভার সভাপতি ধলাই এলাকার বৃহত্তর স্বার্থে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এপিসিসির সদস্য তথা শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি জলাল আহমদ মজুমদার বক্তব্যে বলেন, এই ধলাই আসনে আমরা ২০১১ সালে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে হারিয়েছিলাম। ২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে হারাতে পারিনি। পরিমল ক্ষমতায় থাকায় পর ও ২০২১ এর নির্বাচনে এই আসনে কামাখ্যা প্রসাদ মালা ৬৪ হাজারের অধিক ভোট পেয়েছিলেন। এতে প্রমাণিত হয় মন্ত্রী পদ পেয়ে ও ধলাইতে পরিমল নিজেকে প্রমাণিত করতে পারেননি।

কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বক্তব্যে এলাকার জনগণকে ভোট দেওয়ার আর্জি জানান। তিনি বলেন, তাঁর বাবা একদা বিধায়ক ছিলেন। গোটা ধলাই বিধানসভা এলাকায় তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। এছাড়া ধ্রুবজ্যোতি বলেন, কংগ্রেস দলের হাইকমান্ড এই কথাটি মাথায় রেখে আমাকে টিকেট দিয়েছে। এবং আমার উপর কংগ্রেস দল আস্থা রেখেছে। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বক্তব্যের শুরু থেকে বিজেপি দলের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিগত দিনে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য় ধলাইতে বৈষম্যের রাজনীতি করেছেন। দুবারের মন্ত্রী হয়েও উল্লেখযোগ্য কোন কাজ ধলাইতে করতে পারেননি। সভায় কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি উপস্থিত সবাইকে আশ্বাস দিয়ে বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হলে সবাইকে নিয়ে চলবেন। বৈষম্যের কোন রাজনীতি ধলাইতে হবে না।

ধলাইয়ে একদিনে একাধিক নির্বাচনী সভা কংগ্রেসের

এই নির্বাচনি সভায় উপস্থিত অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর বলেন, উপনির্বাচনে কংগ্রেস দল জয়ী হলে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ধলাইতে আমরা ভালো ফলাফল করতে পারবো। তাই এই উপনির্বাচনে দলীয় নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ে ধ্রুবজ্যোতি পুরকায়স্থের হাতকে শক্ত করতে সবাইকে আহ্বান জানান। কংগ্রেস নেতা আমিনুল আরও বলেন, দলীয় টিকিট নিয়ে আজ বিজেপি দলে বিভাজন স্পষ্ট। ধলাইতে বিজেপি দল দুইভাগে বিভক্ত। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের লড়াই অমিয়কান্তি দাসের সঙ্গে হবে। গেরুয়া দলের প্রার্থী নীহাররঞ্জন দাস তৃতীয় স্থানে থাকবেন।

ধলাইয়ে একদিনে একাধিক নির্বাচনী সভা কংগ্রেসের

সপ্তগ্রামের সভা শেষ করে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ভাগার জয়ধনপুরের সভায় যোগ দেন। মণ্ডল কংগ্রেস সভাপতি আপ্তাব উদ্দিন লস্করের পৌরহিত্যে সভাটি অনুষ্ঠিত হয়। শিলচর জেলা কংগ্রেসের দুই সম্পাদক গিয়াস উদ্দিন লস্কর, দিলোয়ার হুসেন লস্কর, রাজ্য এনএসইউআই কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর চান্নিঘাট জিপির লায়লাপুর বাজারে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হয়। দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, জলাল আহমদ মজুমদার সহ আরও অনেক বিশিষ্ট নেতা কর্মীরাও এই সভাতে উপস্থিত ছিলেন। দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সব বক্তা অনুরোধ জানান।

Author

Spread the News