প্রাক্তন জাতীয় কবাডি খেলোয়াড় মতিলাল গোয়ালা প্রয়াত
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : চলে গেলেন মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন জাতীয় কবাডি খেলোয়াড় মতিলাল গোয়ালা। বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার সকাল ৭-৩০ মিনিটে শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অসমের হয়ে জাতীয় স্তরে বহুবার তিনি কবাডি খেলেছেন। ক্রিকেট ও ফুটবল দুটোতেই ডিএসএ-র প্রথম ডিভিশনে সুনামের সঙ্গে খেলেছেন।
তিনি ছিলেন পিএইচই-র কর্মী। ক্রীড়া ক্ষেত্রে অবদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। চিরজীবন সমাজএর গঠনমূলক কাজে নিজেকে যুক্ত রাখতেন। শিলচর পলিটেকনিক শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, এক পুত্রবধু, দুই নাতি সহ আত্মীয়স্বজন।
অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা মেহেরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষ শ্রদ্ধা শ্মশানঘাটে উপস্থিত ছিলেন মেহেরপুর অ্য়াপেলো ক্লাব, পুর্বাশা ক্লাব, বিরবল বাজার পূজা কমিটি, বিরবল বাজার সমিতির প্রতিনিধিরা। শ্মশানে যান শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। শোক বার্তা পাঠান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যাদব যুব মহাসভার সভাপতি ভোলানাথ যাদব, যাদব মহাসভার আজীবন সদস্য সুবচন গোয়ালা।