বনধকে সফল করতে মাঠে থাকবে কংগ্রেস : অভিজিৎ

বরাক তরঙ্গ, ২৬ জুন : ডিলিমিটেশনের বিরুদ্ধে মঙ্গলবার বরাক বনধকে সফল করে তুলতে বিভিন্ন দল সংগঠনের আহ্বান জানালেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি। সোমবার সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়ে কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, তাদের এই বনধের বিরুদ্ধে সরকার ও পুলিশ প্রশাসন বিফল করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। প্রত্যেক জেলার কংগ্রেসের সভাপতিকে থানায় ডেকে বরাক বনধ প্রত্যাহার করার জন্য হুশিয়ারি দেন। অভিজিৎ পাল বলেন, পুলিশ ও সরকারের এই রাঙ্গা চোখ কংগ্রেস  ভয় পান না। ডিলিমিটেশনের এই প্রতিবাদের জন্য কংগ্রেসের প্রত্যেক কর্মী জেলে যেতে প্রস্তুত।

অভিজিৎ পাল বলেন, তারা যে বনধ ডাক দিয়েছেন সরকার ও পুলিশ প্রশাসন কোনদিনও বিফল করতে পারবে না।তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কয়েক হাজার দল  সংগঠনের সমর্থকদের নিয়ে বনধকে সফল করতে মাঠে নামবেন। অভিজিৎ পাল সরকারের কাছে দাবি জানান, এই ডি লিমিটেশনের খসড়া তালিকা পুনর্বিবেচনা করার। বরাক উপত্যকায় না কমিয়ে বাড়ানোর দাবি জানান। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামবেন বলে জানান।

Author

Spread the News