মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ৯৫ জনকে সংবর্ধনা মাতৃভূমির

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৫ মে : ধলাই বিএনএমপি স্কুলে মাধ্য়মিক পরীক্ষা কেন্দ্রের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া মোট ৯৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করল বেসরকারি সমাজিক সাংস্কৃতি ও ক্রীড়া সংস্থা মাতৃভূমি। রবিবার এক বিবাহ ভবনে বিএনএমপি স্কুলের শিক্ষক খাইরুল ইসলাম লস্করের পৌরহিত্য সংবর্ধনা সভায় শিক্ষার বিকাশ ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল, বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, পানিভরা কৃষ্ণচরণ হাইস্কুলের প্রধান শিক্ষিকা ডলি নাথ, ধলাই আইডল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিংহ, শিক্ষাবিদ সুরজিত রুদ্রপাল, সুশান্ত বর্মণ, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধলাই শাখার ইনচার্জ মঞ্জু বেহেনজি, পুষ্পা বেহেনজি, মথুরাপুর প্রেস বেটেলিয়ন ইংলিশ স্কুলের শিক্ষক মাইকেল, ধলাই আইডল ইংলিশ স্কুলের স্কুল পরিচালন সমিতির সভাপতি দীপক পাল, জীবনগ্রাম জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জয় কৈরী, ধলাই জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সীমারানী দাস, মাতৃভূমি সামাজিক সংগঠনের সহ-সভাপতি চপলকুমার দাস, শঙ্কর ভট্টাচার্য প্রমুখ।

বক্তব্য শেষে কৃতী ছাত্রছাত্রীদের উত্তরীয়, স্মারক ও একটি গাছের চারা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশবিদ্যালয়ের পক্ষ থেকে সবার হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। বিএনএমপি স্কল পরীক্ষা কেন্দ্রের অধীন পানিভরা কৃষ্ণচরণ হাই স্কুলের ৩১ জন, আইডেল ইংলিশ স্কুল থেকে ৩১ জন, প্রেস বেটেলিয়ন মথুরাপুর থেকে ২২ জন, বিএনএমপি স্কুল ৯ জন  ছাত্রছাত্রী ছিলেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলেশ দাস ও প্রাঞ্জল পুরকায়স্থ।

মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ৯৫ জনকে সংবর্ধনা মাতৃভূমির

এ দিন মাতৃভূমির সভাপতি সিতাংশু দাস বলেন, মূলত ছাত্রছাত্রীদের বাড়তি উৎসাহ প্রদান করতে তাঁরা প্রতি বছর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে থাকেন। বলেন, ২০০৭ সালে সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে আসছে মাতৃভূমি সামাজিক সংস্থা।

Author

Spread the News