লালায় অবৈধ সুদের ব্যবসায়ী গ্রেফতার

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৫ মে : লালা থেকে গ্রেফতার করা হলো এক সুদের কারবারিকে। অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার করলেন এক সুদখোরকে।আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির জমিদাতার ছেলে তপন নাথকে অবৈধ সুদের কারবারের অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করা হয়। অভিযানে ৫১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা সহ দুটি নন জুডিসিয়াল এগ্রিমেন্ট পেপার,এসবিআই ও ইউবিআই-র দু’টি পাসবুক, ৩টি এটিএম কার্ড,৬টি চেক স্লিপ এবং একটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বাজেয়াপ্ত করা হয়।

নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হাইলাকান্দির অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বরুয়া লালা ও আব্দুল্লাপুর ওসিকে নিয়ে অভিযান চালিয়ে তপন নাথ (৪৮) এক সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তপন নাথের ঘর থেকে মোট ৫১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা উদ্ধারের পাশাপাশি, তিনটি এটিএম, ছয়টি চেক স্লিপ, দু’টি ব্যাংক পাসবুক (একটি এসবিআই, একটি ইউবিআই), দু’টি নন জুডিসিয়াল এগ্রিমেন্ট পেপার,একটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল উদ্ধার করা হয়েছে। লালা থানায় মামলা নম্বর ১০৩/২৪।  মানি লিনডার অ্যামেনমেন্ড ১৯৬০-র অধীনে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে তাকে হাইলাকান্দি কোর্টে তোলা হবে বলে জানিয়েছে লালা পুলিশ। এবং আদালত থেকে তাকে পুলিশি রিমান্ডে আনা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

লালায় অবৈধ সুদের ব্যবসায়ী গ্রেফতার

উল্লেখ্য, রাজ্য সরকার  এই অবৈধ মানি লিন্ডারদের বিরুদ্ধে খড়্গ হস্ত হলেও  এরকম কয়েক জন ব্যবসায়ীকে থানায় ডেকে নিয়ে পরে ছেড়ে দেওয়া হয় বলে অনেকের অভিযোগ। লালা শহরে আরও  অনেক সুদখোর রয়েছে। যারা অবৈধ ভাবে এখনও পর্যন্ত সাধারণ মানুষকে লুটেপুটে খাচ্ছে। পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনও এক অদৃশ্য কারণে অভিযান চালিয়ে গ্রেফতার না করায় প্রশ্ন উঠছে।

Author

Spread the News