মহরম আলি মজুমদারকে সংবর্ধনা সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : সোনাই বিধানসভা ভিত্তিক খেল মহারণের সমাপ্ত অনুষ্ঠানে সোনাই অঞ্চলের বিশিষ্ট অ্যাথলিট তথা মাস্টার গেমসের একাধিক সোনা জয়ী সৈদপুরের মহরম আলি মজুমদারকে সংবর্ধনা জানানো হয়। বুধবার সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেক ইভেন্টের জিপি ভিত্তিক ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মজুমদারকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান অতিথিরা।

এতে উপস্থিত ছিলেন সোনাই কেন্দ্র লেভেল খেল মহারণ কমিটির সভাপতি দিপুকুমার দাস জেলা বিজেপি সহসভাপতি গোপালকান্তি রায়, সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তী, সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার প্রাক্তন সদস্য আজাদ হোসেন লস্কর, সোনাই মিউনিসিপ্যাল চেয়ারপারসন এর প্রতিনিধি সুবিনয় দাস, অশোক গোয়ালা, রবি লস্কর প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার।

মহরম আলি মজুমদারকে সংবর্ধনা সংবর্ধনা

Author

Spread the News