ধলাইয়ে মাই ভারত ও কর্মায়ন সংস্থার ক্লাস্টার লেভেল স্পোর্টস সম্পন্ন

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : মাই ভারত কাছাড়ের উদ্যোগে ও ফ্রেঞ্চনগর কর্মায়ন সংস্থার সহযোগিতায় ক্লাস্টার লেভেল স্পোর্টস মিট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে ধলাইয়ে। ধলাই বিএনএমপি এইচএস স্কুল খেলার মাঠে দুই দিবসীয় প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে লোকনাথপুর ইয়াং স্টার দল, রানার্সআপ হয়েছে লায়লাপুর পল্লী উন্নয়ন ক্লাব। মেয়েদের কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ধলাই বিএনএমপি সুপার দল ও রানার্সআপ পালংঘাট সিসিজেসি দল। মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম মিনারা বেগম বড়ভূইয়া, দ্বিতীয় সাইরু বেগম ও তৃতীয় গঙ্গারানি রায়। ছেলেদের ২০০ মিটার দৌড়ে প্রথম সাজিদ লস্কর, দ্বিতীয় সুরজ হাজাম ও তৃতীয় চুট্টু রায়। মেয়েদের ব্যাডমিন্টনে প্রথম মিনারা বেগম বড়ভূইয়া, দ্বিতীয় চুন্নিকা ফিরদুস লস্কর ও তৃতীয় দীপিকা নাথ। ছেলেদের ব্যাডমিন্টনে প্রথম সঞ্চয় দত্ত, দ্বিতীয় সনি রায় ও তৃতীয় ফিরোজ আহমেদ লস্কর। স্পোর্টস মিটের প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা প্রতিযোগিদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বিধায়ক নীহার রঞ্জন দাস সহ অন্যান্যরা।

ব্লক লেভেল স্পোর্ট মিট প্রতিযোগিতায় বক্তব্য রাখেন ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস, সমজেলা অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকার, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথীশ চন্দ্র দাস, শিক্ষাবিদ বিধান চন্দ্র পাল।
উপস্থিত ছিলেন ধলাই জিপির এপি সদস্যা নিয়তি বর্মন, মণ্ডল সংখ্যা লঘু মোর্চার সভাপতি ছাবিল হোসেন লস্কর, পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সোমেন দাস, ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর, কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির কো-অর্ডিনেটর সঞ্জিবকুমার মাল, কমলেশ দাশ, মাতৃভূমি সংস্থার ক্রীড়া সম্পাদক পিংকু বর্মন, সংস্থার সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার, সদস্য টিটু রায়, দিলোয়ার বড়ভূইয়া, সাইদুর রহমান মজুমদার, ফইজ উদ্দিন মজুমদার। প্রতিযোগিতায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংস্থার সভাপতি কুটন দে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *