শোভাযাত্রার মাধ্যমে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের তিনদিনব্যাপী সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয়। বৃহস্পতিবার “থিম সং, বার সং” ও সংস্থার লগো উদ্বোধনের পাশাপাশি শহরে এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় শিলচর এডভোকেট অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নিলাদ্রী রায় সংস্থার ১৫০ বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধশত বর্ষের অনুষ্ঠানসুচি জনসমক্ষে তুলে ধরেন।
এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন, পুস্তক উন্মোচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সাধের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তাঁরা। সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের আইন মন্ত্রী, গুয়াহাটি উচ্চন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জানিয়েছেন তাঁরা। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।