শোভাযাত্রার মাধ্যমে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের তিনদিনব্যাপী সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয়। বৃহস্পতিবার “থিম সং, বার সং” ও সংস্থার লগো উদ্বোধনের পাশাপাশি শহরে এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় শিলচর এডভোকেট অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নিলাদ্রী রায় সংস্থার ১৫০ বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধশত বর্ষের অনুষ্ঠানসুচি জনসমক্ষে তুলে ধরেন।

শোভাযাত্রার মাধ্যমে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা

এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন, পুস্তক উন্মোচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সাধের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তাঁরা। সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের আইন মন্ত্রী, গুয়াহাটি উচ্চন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জানিয়েছেন তাঁরা। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News