শিলচর মণ্ডলের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন  অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিবর্ষ সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : ভারতরত্ন ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর ২৫ ডিসেম্বর ১০১তম জন্মদিবস এবং সুশাসন দিবসকে কেন্দ্র করে কাছাড় জেলা বিজেপির নির্দেশানুসারে শিলচরে একটি স্মৃতিবর্ষ সভা আয়োজিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত এই সভায় জেলা বিজেপির নেতাকর্মীরা অটল বিহারির আদর্শ ও কর্মপ্রণালী থেকে অনুপ্রাণিত হয়ে সুশাসন ও জাতীয়তাবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রতিজ্ঞা পুনরাবৃত্তি করেন।সভার শুরু হয় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর ভারতমাতা এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সকলে তাঁকে স্মরণ করেন।

সভায় জেলা বিজেপির উপ-সভাপতি সঞ্জয় ঠাকুর স্বাগত বক্তব্যে বলেন, খ্যাতনামা সংসদবেত্তা হিসেবে অটলজির রাজনৈতিক জীবন চার দশকেরও বেশি সময় ধরে অসামান্য ছিল। তিনি লোকসভায় নয়বার এবং রাজ্যসভায় দুইবার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন। ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির প্রধান হিসেবে তিনি স্বাধীনতা-পরবর্তী ভারতের অভ্যন্তরীণ ও বিদেশনীতির রূপরেখা নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর জাতীয় রাজনীতির প্রথম অভিজ্ঞতা ছিল ছাত্রজীবন থেকেই। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে অটলজিকে বিশিষ্ট রাষ্ট্রনেতা, বিচক্ষণ রাজনীতিবিদ, নিঃস্বার্থ সমাজসেবী, শক্তিশালী বক্তা, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, অটলজি জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক ছিলেন এবং তাঁর কাজে জাতীয়তাবাদের প্রতি পরিপূর্ণ নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। ভারতের প্রথম অ-কংগ্রেসি পূর্ণমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান গণতান্ত্রিক ও অর্থনৈতিক ইতিহাসে অমূল্য। জাতিসঙ্ঘে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব থেকে লাহোর বাস সার্ভিস চালু, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়া—এসব তাঁর স্বভাবসিদ্ধ পাণ্ডিত্য ও শালীনতার ফল, যা স্বপক্ষ-বিরোধীপক্ষের মন জয় করতে সক্ষম ছিল।

সভায় জেলা বিজেপির উপ-সভাপতি সঞ্জয় ঠাকুর, নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস (মণি), মধ্য শহর মন্ডলের সভাপতি হীরক চৌধুরী, শিলচর ব্লক মন্ডলের সভাপতি পিকলু দাসসহ শিলচরের অগ্রণী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য অজিত দেব, নিউ শিলচর মন্ডলের সহ-সভাপতি কাজল রায়, আশীষ চক্রবর্ত্তী, দেবাশিস সোম, নিতুরঞ্জন পাল, বিনয় চন্দ, সুরাট দাস সহ অগণিত নেতা-কর্মীরা। সভা পরিচালনা করেন পার্থ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *