রণটিলায় সিপাহী বিদ্রোহের শহিদ স্মরণ

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : হাইলাকান্দি জেলার মোহনপুরের রণটিলায় সিপাহী বিদ্রোহের শহিদদের শ্রদ্ধা জানালেন এলাকাবাসী। শুক্রবার, ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রণটিলা শহিদ স্মরণ সমিতির সদস্য, স্থানীয় শিল্পী এবং অন্যান্যরা।

উল্লেখ্য, স্বাধীনতা আন্দোলনে বাংলার শ্রীহট্ট হয়ে গোপনে এসে আশ্রয় নেওয়া ভারতীয় সিপাহীরা ১৮৫৭ সালের ২২ ডিসেম্বর ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে শহিদ হয়েছিলেন। এই স্থানের সঙ্গে বরাক উপত্যকার আরেকটি ঐতিহাসিক স্থান করিমগঞ্জের মালেগড়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। এখানে রয়েছে একটি স্মৃতি স্তম্ভ, একটি বৃহৎ আকার মুক্ত মঞ্চ এবং চারিপাশে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য। সেখানে ২২ ডিসেম্বর ছাড়াও ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

রণটিলায় সিপাহী বিদ্রোহের শহিদ স্মরণ

এছাড়াও বিভিন্ন সময়ে স্থানীয় এবং অন্যান্য পর্যটকদেরও রীতিমত আনাগোনা হয় এবং বিভিন্ন সময়ে সাংস্কৃতিক কার্যসূচিও করা হয় রণটিলায়। এইরকমের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান দেশের প্রত্যন্ত অঞ্চলে বিরল এবং প্রত্যেক ভারতীয়দের গৌরব। তাই এধরনের স্থানের প্রতি যত্নবান এবং শ্রদ্ধাবান হয়ে তাকে টিকিয়ে রাখতে আহ্বান জানান এলাকার নাগরিকরা।

Author

Spread the News