কালাইনছড়ায় লরি থেকে উদ্ধার কফসিরাপ, আটক চালক

এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শিলচর-গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কালাইনছড়া থেকে ৪৩ কার্টন কপ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার সকালে AS 01 MC 0872 নম্বরের এক লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই কফসিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় গুমড়া পুলিশ।

পুলিশ সূত্র মতে, মেঘালয় থেকে ত্রিপুরা পাচারের সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই লরিতে তল্লাশি চালায় পুলিশ। আর এতে সফলতাও আছে। লরির চালক রাহুল দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া কফসিরাপের মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *