নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কোচিং শুরু ডিএসএতে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ মে : প্রতিভাশালী ফুটবলার খুঁজে বের করার উদ্দেশ্যে মঙ্গলবার থেকে শিলচর ডিএসএতে শুরু হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিশেষ ফুটবল কোচিং শিবির। শিবিরের প্রথম দিন বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০০ কাছাকাছি প্রশিক্ষনার্থী এই শিবির অংশ নিয়েছেন।
শিবিরে প্রধান কোচ হিসাবে রয়েছেন  এনইইউএফসির অ্যাসিস্টেন্ট কোচ নওশাদ মুসা ও নর্থইস্ট ইউনাইটেড এফসির ইয়ুথ টিমের কোচ কনগান সারানিয়া। মঙ্গলবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাধ্যমে শুরু হয় ক্যাম্প।

প্রথম দিন অর্থাৎ ২১ মে  ডিএস এতে সকাল আটটা থেকে শুরু হয় অনূর্ধ্ব ১৭ ফুটবলারদের শিবিরটি। পরদিন অর্থাৎ ২২ মে অনূর্ধ্ব ১৯ (রিজার্ভ) কোচিং হবে। ২৩ মে নির্বাচন করা হবে প্রতিভাশালী ফুটবলারদের।  উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম ভাইস প্রেসিডেন্ট সুবিমল ধর নন্দদুলাল রায় ফুটবল সচিব বিকাশ দাস স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী, দেবেন শুক্লবৈদ্য, অতনু চৌধুরী, ফখরুদ্দিন লস্কর প্রমুখ।

Author

Spread the News