সামরিক-শিক্ষা সমন্বয়ে উদ্যোগ, আসাম বিশ্ববিদ্যালয়ে বৈঠক সিআইজেডব্ল্যুএসের

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : উত্তর-পূর্বাঞ্চলে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও অসামরিক–সামরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চাইল ভাইরেংটির কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল। বৃহস্পতিবার এনিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অতিথিশালায় উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ সহ অন্য পদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সিআইজেডব্ল্যু স্কুলের কমান্ড্যান্ট মেজর জেনারেল কুলবীর সিং। সঙ্গে ছিলেন মেজর মনীশ বনসাল।

বৈঠকে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ যৌথ উদ্যোগের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে মেজর জেনারেল সিং বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর জন্য এআই প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। এ বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশেষ প্রশিক্ষণমূলক কোর্স চালুর প্রস্তাব দেন তিনি।

উপাচার্য অধ্যাপক পন্থ বিশ্ববিদ্যালয়ের স্কিল হাব ইনিশিয়েটিভের আওতায় পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং এই কর্মসূচি সামরিক–অসামরিক উভয় ক্ষেত্রেই কাজে লাগানো যেতে পারে বলে জানান। এছাড়াও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সিআইজেডব্ল্যু স্কুলের বিশেষজ্ঞদের মাধ্যমে আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স চালুর অনুরোধ জানান। মেজর জেনারেল সিং উপাচার্যের এই প্রস্তাবে সম্মতিও প্রদান করেন।

এদিনের বৈঠকে ডিন (অ্যাকাডেমিকস) অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য, ডিন (রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি) অধ্যাপক পীয়ূষ পাণ্ডে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *