বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি শিলচরের উদ্যোগে রবিবার স্থানীয় গান্ধী ভবনে এক নাগরিক সভা অনুষ্ঠি হয়। সভায় “ভাষা শহিদ স্টেশন শিলচরের গেজেট নোটিফিকেশন করার দাবি নিয়ে মতবিনিময় সহ বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা অবিলম্বে বরাকের দীর্ঘদিনের গণদাবিকে মান্যতা দিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁরা জানান, একাদশ ভাষা শহিদদের আত্মবলিদানকে স্মরণে রেখে বাঙালিদের আত্মপরিচয়,মর্যাদা ও ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতেই এই গুরুত্বপূর্ণ সভার ডাক দেওয়া হয়েছে। সমিতির বক্তব্য রেল স্টেশনের নামকরণের দাবিতে ২০০৫সালে আন্দোলন শুরু হয় এবং স্টেশন চত্বরে তিনটি ভাষায় বোর্ডও স্থাপন করা হয়েছিল। এরপর থেকেই বরাক উপত্যকার গণদাবিকে সামনে রেখে আজও লড়াই জারি রেখেছে সমিতি।সভায় শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি অবিলম্বে গেজেট নোটিফিকেশন জারি করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। নাগরিক সভার মঞ্চে ছিলেন সীমান্ত ভট্টাচার্য, বাবুল হোড়, প্রদীপ দত্তরায়, সাধন পুরকায়স্থ প্রমুখ। শুরুতে বিস্তারিত তুলে ধরেন ডাঃ রাজীব কর।



