কাটিগড়া সাব রেজিস্ট্রার ও সেটেলমেন্ট অফিসে চলে আসা দুর্নীতির বিরুদ্ধে নাগরিক সভা ফুলবাড়িতে

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : কাটিগড়া ও বড়খলার উভয় বিধানসভার অঞ্চলের সমাজসেবী তথা সচেতনতা নাগরিকদের উপস্থিতিতে কাটিগড়া সাবরেজিস্ট্রার ও সেটেলমেন্ট অফিসে বিগত কয়েক বছর থেকে চলে আসা দুর্ণীতি ও অবৈধ সিন্ডিকেটরাজের বিরুদ্ধে এক নাগরিক সভার অনুষ্ঠিত হয় ফুলবাড়ি জিপির প্রো-ইয়ুথ ফাউন্ডেশনের অফিসের কমিউনিটি হলে। রবিবার আয়োজিত নাগরিক সভায় সভাপতিত্ব করেন সজ্জাদ আহমেদ লস্কর। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লবকুমার গোস্বামী সহ সমাজসেবী জাহাঙ্গির আলম, মওলানা এনামুল্লা, কওসর আহমেদ চৌধুরী, গোলাম আজাদ বড়ভূইয়া, মওলানা কামরুল ইসলাম বড়ভূইয়া, দীপক লাল দাস, দেশবন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক রবীন্দ্র আচার্য, ফুলবাড়ি জিপির সভাপতি ইকবাল হোসেন বড়ভূইয়া, নাজমা বেগম, গুলাম আজাদ বড়ভূইয়া, খলিলুর রহমান চৌধুরী, তাজ উদ্দিন সহ উপস্থিত সবাই কাছাড় জেলার বর্তমান এডিসি ও ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার মনসুর আহমেদ মজুমদার ইশারায় চলে আসা কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে চলে সাধারণ খেটে-খাওয়া সাধারণ মানুষ ও কৃষকদের জমি ক্রয়-বিক্রয়ের নামে দলিল লেখক হিবরুল ইসলাম মাঝারভূইয়া রুহুল আমিন, সন্তোষকুমার দাসদের সাহায্যে অবৈধভাবে উৎকোচ আদায় করার বিষয়গুলো প্রমান সহ তুলে ধরেন।

বিপ্লবকুমার গোস্বামী বলেন, জমি ক্রয়-বিক্রয়ের নামে যে কাটিগড়া ও বড়খলাবাসী সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়া হচ্ছে, এই বিষয়টি সম্পূর্ণ নিন্দনীয় বিষয় এবং উক্ত বিষয়টি সঠিক তদন্তের দাবি করেন তিনি। সমাজসেবী মওলানা এনামুল্লা কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসের সঙ্গে যুক্ত প্রত্যেক সরকারি কর্মচারীদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কাটিগড়াবাসী জনগণ সচেতন আগের তুলনায় প্রচুর সচেতন হয়েছেন, এই কথাটির প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কাটিগড়া সাব রেজিস্টার অফিসে চলে আসা দুর্নীতির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী নাগরিক সভা। তিনি আরও বলেন, কাটিগড়া সাধারণ মানুষের সম্পত্তি রক্ষার স্বার্থে এবং কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসকে দুর্নীতি মুক্ত করে তুলতে জনগণের যেখানে সাহায্যের প্রয়োজন সেখানে তিনি নিঃস্বার্থে উপস্থিত থাকবেন বলে মন্তব্য করেন।

ফুলবাড়ি জিপির ইকবাল হোসেন বড়ভূইয়া বলেন, কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে চলে দুর্ণীতিকে বন্ধ করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন সহ বরাকের জনপ্রতিনিধিদেরও সহযোগিতা একান্ত কাম্য। এ দিন এই প্রতিবাদী নাগরিক সভাটি পরিচালনা ছিলেন সমাজসেবী ফজির আহমেদ রাজ বড়ভূইয়া। এক প্রেস বার্তায় খবরটি জানান খলিলুর রহমান চৌধুরী।

Author

Spread the News