‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাড়নিশ প্রয়াত
৫ ডিসেম্বর : প্রয়াত ‘সিআইডি’-খ্যাত দীনেশ ফাড়নিশ। সোমবার রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স মাত্র ৫৭। ক্ষতিগ্রস্ত যকৃতের সমস্যায় মৃত্যু হয়েছে তাঁর। জানিয়েছেন তাঁর সহ-অভিনেতা দয়ানন্দ শেট্টি। দিন দুই আগেই খবরে প্রকাশ, সঙ্কটজনক অবস্থায় মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভেন্টিলেশন সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি।
দীনেশ সিআইডিতে ফ্রেডেরিকস চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় টিভি অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠেন। প্রায় ২০ বছর ধরে শো-টির অংশ ছিলেন তিনি। ১৯৯৮ সালে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল এটির এবং এটি সবচেয়ে দীর্ঘমেয়াদি টেলিভিশন শোগুলোর মধ্যে একটি। সিরিজটি ২০ বছর ধরে সনি টিভিতে প্রচারিত হয়েছে।
সিআইডি ছাড়াও, দীনেশকে হিট টিভি শো ‘তারাক মেহতা কা উল্টা চশমা’তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘সারফারোশ’ এবং ‘সুপার ৩০’-এর মতো হিন্দি চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেতাকে।