মুখ্যমন্ত্রীর হাইলাকান্দির কর্মসূচি
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : একদিনের ঝটিকা সফরসূচি নিয়ে বৃহস্পতিবার হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার বিকেল ৩ টায় মুখ্যমন্ত্রী হাইলাকান্দি এসে পৌঁছেই শহরের প্রবেশমুখে এস এস কলেজের সামনে ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর মর্মর মূর্তি উদ্বোধন করবেন। এরপর শহরের পুরাতন হাসপাতাল রোডের এডুকেশন কমপ্লেক্স এর পাশে মুখ্যমন্ত্রী আসামমালা প্রজেক্টের অধীন করিমগঞ্জের ভাঙ্গাবাজার থেকে হাইলাকান্দি শহরের মধ্য দিয়ে যাওয়া পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস করবেন। এরপর বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত মুখ্যমন্ত্রী ড. শর্মা হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে দলীয় এক জনসভায় ভাষণ দেবেন। বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এরপর মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে অবস্থান করে শিলচর চলে যাবেন।
এদিকে মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফর উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে’র পৌরোহিত্যে সভায় সাংসদ কৃপানাথ মাল্লাহ, পুলিশ সুপার লিনা দুলে, দুই বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য এবং বিশ্বরূপ ভট্টাচার্য অংশ নেন।