হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ, আটক আমসুর কর্মকর্তারা

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলাতে অমানবিকভাবে সংখ্যালঘুদের উচ্ছেদ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করলো অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি। মঙ্গলবার হাইলাকান্দি শহরের পুরাতন হাসপাতাল চৌমাথায় রাজ্য সরকার কতৃক রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যালঘু লোকেদের অমানবিকভাবে উচ্ছেদ নোটিশ দেওয়ার পর কিছু দিন সময় না দিয়ে তাদেরকে বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের (আমসুর) জেলা সভাপতি রুহুল আমিন বড়ভূইয়ার নেতৃত্বে আমসুর কর্মকর্তারা অসম সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করেন। অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের কর্মকর্তাদের প্রতিবাদী আন্দোলন চলাকালীন সময়ে হাইলাকান্দি সদর থানা থেকে ওসি ইন্সপেক্টর আম্পি দাউলগপ্পু ও সাব ইন্সপেক্টর বিধানদাসের নেতৃত্বে সদর পুলিশ এসে প্রতিবাদকারী আমসুর কর্মকর্তাদের আটক করে সদর থানায় নিয়ে যায় এবং এরপর বিকেল তিনটার সময় তাদের ছেড়ে দেওয়া হয়।

এরপর এক সাংবাদিক সম্মেলনে অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রবিজুল ইসলাম লস্কর জানান, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের বিজেপি সরকার আগের দিন নোটিশ দিয়ে পরের দিনই অমানবিকভাবে রাজ্যের বিভিন্ন জেলাতে সংখ্যালঘু লোকেদের বিরুদ্ধে বলপূর্বক উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। এই উচ্ছেদের বিরুদ্ধেই তাদের প্রতিবাদী কার্যসূচি। তিনি জানান যে রাজ্য সরকারের উচিত ছিল তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে উচ্ছেদ অভিযান চালানো কিন্তু রাজ্য সরকার এরকম না করে অমানবিকভাবে বলপূর্বক রাজ্যের বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন যেটা অত্যন্ত নিন্দনীয় এবং দীক্ষার জনক। আমসুর জেলা কমিটির সহ-সম্পাদক রবিজুল ইসলাম লস্কর হাইলাকান্দি জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে অতিসত্বর সংখ্যালঘু লোকেদের বিরুদ্ধে বলপূর্বক অমানবিক উচ্ছেদ অভিযান বন্ধ করা সহ উচ্ছেদিত ব্যাক্তিদের অতিসত্বর পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন আমসুর জেলা কমিটির সভাপতি রুহুল আমিন বড়ভূইয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন বড়ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক রবিজুল ইসলাম লস্কর, কার্যনির্বাহী সদস্য বক্তিয়ার হোসেন লস্কর, সাব্বির আহমেদ লস্কর, রুহুল আমিন লস্কর প্রমুখ।

Author

Spread the News