২০ শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউর উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কুড়ি শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শর্মা মেডিক্যাল কলেজে নির্মীয়মান ভবনটি ঘুরে দেখেন ও এর নির্মাণ কাজের অগ্রগতির ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের থেকে বিস্তারিত খোঁজ খবর নেন।

এ দিন মেডিক্যালের কনফারেন্স রুমে এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাষ্কর গুপ্ত, কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, মিহিরকান্তি সোম, জেলাশাসক রোহন কুমার ঝা প্রমুখ।

