শিলচরে ভুয়ো চিকিৎসক নিয়ে গঠন তদন্ত কমিটি, আটক ১
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : ভুয়ো ডিগ্রি নিয়ে চিকিৎসা চালানোর অভিযোগ উঠল শিলচর থানা এলাকার উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রহিম উদ্দিন লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় একটি পোর্টাল রহিম উদ্দিনের চিকিৎসক সার্টিফিকেট বিক্রি করার অভিযোগ এক সংবাদ প্রকাশ করে। খবর প্রকাশের পর ওই পোর্টালের অফিসে গিয়ে এডিটর সহ স্টাফকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন জনৈক কর্মকর্তা। অবশেষে পুলিশ ডেকে আনেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ দিকে, কাছাড়-সহ গোটা রাজ্যে জাল চিকিৎসকের ছড়াছড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে উঠে আসছিল অভিযোগ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মহল। জনস্বাস্থ্য নিয়ে এহেন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে কড়া মনোভাব পোষণ করে সরকার। যার পরিপ্রেক্ষিতে কাছাড়ে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান শুরু করল জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। তিনি জানান, ভুয়ো চিকিৎসকের অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সঙ্গে প্রতিটি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার (বিপিএইচসি) প্রধান-কে নির্দেশ দেওয়া হয়েছে, আশপাশে কোনও ভুয়ো চিকিৎসকের দেখা মিললে সেটা যেন দ্রুত জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আনা হয়। যাতে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নিতে পারে স্বাস্থ্য বিভাগ।