জাতীয় ও রাজ্যস্তরের পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সীতাংশুশেখর দাশকে মুখ্যমন্ত্রীর সম্মাননা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শিক্ষক দিবসে গোবিন্দপুর (পশ্চিম) এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতাংশুশেখর দাশকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় তথা রাজ্য পুরস্কারপ্রাপ্ত কৃতী প্রধান শিক্ষককে সরকারের পক্ষ থেকে সম্মাননা করেন কাটিগড়া খণ্ড শিক্ষাধিকারিক মনোজ কৈরী। 

উল্লেখ্য ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার নির্দ্দেশে প্রাক্তন জাতীয় ও রাজ্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে তাঁর শিলচর বিবেকানন্দ রোডের ২৮ নম্বর লেনের পাইন এভিনিউর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রেরিত গামছা সহ শংসাপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ৫২ তম শিক্ষক দিবস উপলক্ষে কৃতী শিক্ষক হিসাবে তদানীন্তন শিক্ষামন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা সীতাংশু শেখরকে কৃতী শিক্ষাগুরুর রাজ্য পুরস্কারে সম্মানিত করেছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে ৫৫ তম শিক্ষক দিবসে বরাক উপত্যকার কৃতী শিক্ষক সীতাংশুবাবুকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। দিল্লির বিজ্ঞান ভবনে তদানীন্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় নিজ হাতে সীতাংশু শেখর দাশকে শংসাপত্র দিয়ে সংবর্ধিত করেন। 

এদিকে কৃতী শিক্ষক সীতাংশু শেখর দাশকে শিক্ষক দিবসে মূখ্যমন্ত্রীর তরফে প্রেরিত সম্মাননার জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরাক ভ্যালি পাটনি পরিষদের চেয়ারম্যান তথা অসম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার উপ-সভাপতি অমলেন্দু দাশ। তিনি বলেন সীতাংশু বাবু শুধুমাত্র একজন কৃতী শিক্ষক নন তিনি আমাদের সমাজের গর্ব। 

Author

Spread the News