জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : ৬ ও ৭ ডিসেম্বর দুই দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তিনি কাছাড় ও হাইলাকান্দি জেলাজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জনসভা ও সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। শনিবার মুখ্যমন্ত্রী ড. শর্মা শিলচরে পৌছাবেন, এরপর তিনি হাইলাকান্দিতে রওনা হবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান (এমএমইউএ)-এর চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যা সকাল ১১-১৫ মিনিটে হাইলাকান্দি মেলা মাঠে অনুষ্ঠিত হবে। পরে দুপুরে মুখ্যমন্ত্রী কাছাড় জেলায় ফিরে আসবেন ধলাই বিধানসভার অন্তর্গত বড়জালেঙ্গা মাঠে বিকেল ১-১৫ মিনিটে আরেকটি এমএমইউএ চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যেখানে এলাকার সুবিধাপ্রাপকগন এই প্রধান প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন।
পরদিন, রবিবার ড. শর্মা দিনের কর্মসূচি শুরু করবেন বহুল প্রতীক্ষিত মধুরা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান দিয়ে, যা সকাল ১০-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার জন্য এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই নতুন সেতুটি আন্তঃজেলা যোগাযোগ বৃদ্ধি, যান চলাচল সহজীকরণ এবং অঞ্চলের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশেষভাবে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কর্মসূচির পর মুখ্যমন্ত্রী উধারবন্দে রওনা দেবেন ডিএনএইচএস মাঠে সকাল ১১-৩০ মিনিটে আরেকটি এমএমইউএ চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যেখানে তিনি সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে নাগরিক ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর শিলচর থেকে গুয়াহাটি ফেরার কথা রয়েছে ওইদিন দুপুরে, যার মাধ্যমে তার বরাক উপত্যকার দুই দিনের সফর সমাপ্ত হবে।



