চুরাইবা‌ড়ি‌তে চড়ক পূজা ও মেলায় ভক্ত‌দের উপ‌চে পড়া ভিড়

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : প্রতি বছ‌রের ন‌্যায় এবারও শ‌নিবার চৈত্র সংক্রা‌ন্তির ‌দি‌নে দিনভরব‌্যাপী বি‌বিধ মাঙ্গ‌লিক কার্য‌্যক্রম সহ শিব ভক্ত‌দের নানা নান্দ‌নিক কৎস‌তের ‌ম‌ধ্যে দি‌য়ে অসম-‌ত্রিপুরা রাজ‌্য সীমা‌ন্তের উত্তর ত্রিপুরার পূর্ব চুরাইবা‌ড়ি‌তে চড়ক পূজা সহ মেলা অনু‌ষ্ঠিত হয়। পু‌জো‌তে শিব ভক্তরা ‌চিরাচ‌রিত প্রথায় গেরুয়া বসন ধারন ক‌রে ধর্মীয় রী‌তি নী‌তি‌তে শাস্ত্রীয় নাচ গা‌নের মাধ‌্যমে উৎস‌বের সূচনা ল‌গ্নে চড়ক গাছ স্থাপন সহ নানা উপাচা‌রে পু‌জো দেন।

এ‌দিন অ‌নে‌কে হাড়‌হিম করা নানা তা‌ন্ত্রিক কৎসর প্রদর্শন ক‌রে দর্শক‌দের তাক লা‌গি‌য়ে দেন।উক্ত চড়ক পূজা অনুষ্ঠানে সনাত‌নি ভক্তদের ভিড় ছিল ছিল ‌চো‌খে পড়ার মত।এ‌দিন শিব দুর্গা কালী অসুর সিংহ সহ বিভিন্ন ধরনের সা‌জে অ‌নে‌কে অ‌ভিনয় ক‌রে দর্শক‌দের প্রশংসা লাভ ক‌রেন। এর আ‌গের দি‌নে অনু‌ষ্ঠিত হয় কালী পূজা। এ‌তে আগু‌নের কুন্ড সা‌জি‌য়ে নৃত‌্য ক‌রেন শিব কালী।

চুরাইবা‌ড়ি‌তে চড়ক পূজা ও মেলায় ভক্ত‌দের উপ‌চে পড়া ভিড়

এ‌দি‌কে শ‌নিবার চড়ক পূজার পাশাপা‌শি উক্ত মা‌ঠে বিশাল মেলাও ব‌সে। এ‌তে দুর দুরা‌ন্তের বি‌ভিন্ন দোকানীরা পসরা সা‌জি‌য়ে সামগ্রী বি‌ক্রি ক‌রেন।‌দিনব‌্যাপী চড়ক পূজা ও মেলা নি‌র্বিঘ্নে সম্পন্ন হওয়া‌তে আ‌য়োজক কমিটির সকল সদস্য সদস‌্যা স্থানীয় প্রশাসন সহ ভি‌ডি‌পি কর্মী ও এলাকার জনগণকে ধন‌্যবাদ জানান।

Author

Spread the News