চন্দ্রগিরি ক্লাবের চক্ষু পরীক্ষা শিবির দিদারকুশ জিপিতে, সম্মাননা প্রদান
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : দিদারকুশ জিপিতে চক্ষু পরীক্ষা শিবির, ছানি শনাক্তকরন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার চন্দ্রগিরি ক্লাব ও চৌধুরী চক্ষু হাসপাতালের আয়োজিত শিবিরে সহযোগিতায় ছিল দিদারকুশ জিপির মাইনোরিটি ডেভেলাপমেন্ট সোসাইটি ও জনি আত্মসহায়ক দল।
এ দিন সভানেত্রী ইয়ারুন নেছার পৌরোহিত্যে অনুষ্ঠানে চন্দ্রগিরি ক্লাবের পক্ষ থেকে সামাজিক উন্নয়নে নিজ নিজ স্তরে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মান জানানো হয় নিবারণচন্দ্র দাস, এম হরিতম্বী সিংহ, সালমা বেগম লস্কর, ডাউকী রবিদাস, রুমারানি দাস, আলতাফ হোসেন আহমেদ, কপিল হোসেন বড়ভূইয়া, আরকান আলি ও ইয়ারুন নেছাকে। তাদের হাতে সম্মাননা তুলে দেন ড. মুক্তার হোসেন বাহার, প্রফেসার হোসেন আহমেদ লস্কর, জিয়া উদ্দিন মজুমদার, ড. মেনকা দেবী কারিবং, ড. রাহুল যাদব, ড. সুরভি সাহা, ড. লুপামুদ্রা ভট্টাচার্য, ম্যানেজার দেবজ্যোতি দাস, জহিরুল ইসলাম বড়ভূইয়া, ফারুক হোসেন আহমেদ।
এ দিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জিয়া উদ্দিন মজুমদার, ড. মুক্তার হোসেন বাহার, প্রফেসার হোসেন আহমেদ লস্কর, দেবজ্যোতি দাস ও ড. আব্দুল মতিন লস্কর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারুক হোসেন আহমেদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন কণিকা দে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন চন্দ্রগিরি ক্লাবের মুখ্য উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর।
এ দিনের শিবিরে প্রায় দেড়শো জনের চক্ষু পরীক্ষা করে বিনা মূল্যে ওষুধ বিতরন করা হয়। এবং যাদের ছানি শনাক্ত হয় তাদের অপারেশনের জন্যে তারিখ দেওয়া হয়।