চন্দ্রগিরি ক্লাবের অর্থনৈতিক সচেতনতা শিবির সুন্দরীতে
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বনতারাপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এস মেঞ্জর সিংহের পৌরোহিত্যে চন্দ্রগিরি ক্লাবের ব্যবস্থাপনায় ও ইমা মালটিপারপাস সোসাইটির সহযোগিতায় “অর্থনৈতিক সচেতনতা শিবির” অনুষ্টিত হয় সুন্দরী জিপির বনতারাপুর অডিটরিয়ামে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবীর মান্না চৌধুরী। অর্থনৈতিক সচেতনতা শিবিরের উপর বক্তব্য রাখেন মতিনগর গ্রামীন বিকাশ ব্যংকের ম্যানেজার মনোজকুমার দাস ও অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর।
অনুষ্ঠানে সম্মান জানানো হয় এস মেঞ্জর সিংহ, অধ্যাপক ড. রাজমণি সিংহ, কচুদরম থানার ওসি কানিন্দ্র নাথ, ডাক্তার বিশ্বজিৎ সিংহ চৌধুরী, সমাজকর্মী চুনিলাল সিংহকে। এ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বাবাতন সিংহ, সমাজকর্মী জিয়া উদ্দিন মজুমদার, সুন্দরী জিপির এপি জহিরুল ইসলাম বড়ভূইয়া, গঙ্গানগর জিপির এপি সদস্য আলতাফ হোসেন বড়ভূইয়া। প্রত্যেক বক্তাই স্বনির্ভর হবার নানা পন্থা উল্লেখ করে ত্যাগ স্বীকারের কথা বলেন এবং প্রতিষ্ঠার জন্যে লড়ে যেতে হবে বলে সবাই উল্লেখ করেন।
এ দিনের অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কণিকা দে, হানিফ লস্কর, ফসমা বেগম লস্কর, রুপালী বড়ভূইয়া, মিসবা চৌধুরী, সামিল হোসেন লস্কর, শরিফুল আলম, নাজম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জানানো সহ গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন সোহেল আমিন বিশাল।