খেলো ইন্ডিয়ায় সেরা খেতাব চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ মার্চ : খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে সেরা দলের খেতাব দখল করে নিল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় দলটি জিতেছে ৭১টি পদক। এর মধ্যে ৩২ টি স্বর্ণপদক। রূপা ১৮টি। ব্রোঞ্জ ২১টি। তাদের এই সাফল্যের পিছনে বিশ্ববিদ্যালয়ে ক্রীড়ার উন্নত পরিকাঠামো এবং পড়ুয়াদের খেলার জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়াই অন্যতম এই সাফল্যের চাবিকাঠি।
সাফল্যের চাবিকাঠি উন্নত পরিকাঠামো______
দেশে এই মুহূর্তে যে কয়টি বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি ক্রীড়াকে প্রধান্য দিচ্ছে তাঁদের মধ্যে শীর্ষে রয়েছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো। তাও এক, দুই ক্রীড়ার ক্ষেত্রে নয়। একাধিক। এগুলির মধ্যে অন্যতম ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, স্কোয়াশ এবং টেনিস ইত্যাদি।
গুয়াহাটিতে শেষ হওয়া এই আসরে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেন ১৬৫ জন অ্যাথলিট। এর মধ্যে দু’জন অসমের। একজন শাটলার শিলচরের সুরজ গোয়ালা। অন্যজন সাঁতারু উত্তরা গগৈ। দু’জনেই পদক তালিকায় নাম লেখাতে সফল হন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের দুই খেলোয়াড়ও অ্যাথলেটিক্সে নয়া গেমস রেকর্ড গড়েছেন। এরা হচ্ছেন, দীপিকা এবং কৃষ্ণ শর্মা। দীপিকা নেমেছিলেন জ্যাভেলিনে। কৃষ্ণর ইভেন্ট ছিল লংজাম্প। দু’জনেই গুয়াহাটিতে নয়া গেমস রেকর্ড গড়েন।