ওএনজিসির বিনামূল্যে কম্পিউটার ডিপ্লোমা প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ 

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : অল ইন্ডিয়া এসসি অ্যান্ড এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওএনজিসি শিলচর শাখার উদ্যোগে ও সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার ব্যবস্থাপনায় অ্য়ানুয়েল কম্পোনেন্ট প্লেনের অধীনে শিলচর ও পয়লাপুরে মোট ৬০ জন ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ছয় মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণের সমাপ্ত অনুষ্ঠান ও শংসা বিতরণ করা হয়। নেতাজি ছাত্র যুব সংস্থা পরিচালনায় শিলচর মধ্যে শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন সারফেস ম্যানেজার মহিন্দর ভার্মা, অ্য়াসোসিয়েশনের চেয়ারম্যান অজিত শুক্লবৈদ্য, হেড ড্রিলিং সার্ভিসেস বিনয় কুমার ঝা, এইচআর-ইআর ইনচার্জ মনীশ চঞ্চল; রিজিওনাল জয়েন্ট সেক্রেটারি স্বপনকুমার বর্মন, রিজিওনাল সেক্রেটারি চিরঞ্জিত বৈদ্য ও দীপক কুমার গণ্ড। এছাড়াও সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোররঞ্জন দাস, প্রীতমরঞ্জন দাস, অলক শুক্লবৈদ্য ও  শঙ্কর মালাকার সহ অন্যান্য সদস্যরা।

নেতাজি ছাত্র যুব সংস্থা পক্ষে অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক প্রদান করে সস্মান জানান সাধারণ সম্পাদক দিলু দাস, প্রকল্প সঞ্চালক (কম্পিউটার) কৃষাণু ভট্টাচার্য, প্রকল্প সমন্বয়ক রুহিত দাস। সফট সলিউশন কম্পিউটার সেন্টারের সেন্টার হেড পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে কৃষাণু ভট্টাচার্য স্বাগত ভাষণ ও ছাত্রী মুন দাসের সুমধুর উদ্বোধনী গানে পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

অতিথিরা বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে যে কোনও চাকরি বা পেশার জন্য কম্পিউটার জ্ঞান অপরিহার্য। ডিজিটাল যুগে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া কর্মজীবনে এগিয়ে থাকা সম্ভব নয়। তাই ওএনজিসির এই বিনামূল্যের প্রশিক্ষণ উদ্যোগ সমাজের অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য এক অনন্য সুযোগ।

সুভাষ নগর সফট সলিউশন কম্পিউটার সেন্টারের অনুষ্ঠিত এই ছয় মাসের প্রশিক্ষণে শিক্ষার্থীরা কম্পিউটার পরিচালনা, ডকুমেন্টেশন, ডাটা ব্যবস্থাপনা, অফিস অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেছে। এতে তাঁদের কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভবিষ্যতে চাকরি বা স্বনিযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধাও অর্জন করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা জানিয়েছেন, বিনামূল্যে এমন উচ্চমানের কোর্স তাঁদের জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে, যা আগামী দিনে তাঁদের কর্মজীবনকে আরও সুদৃঢ় করবে।

সমাপ্ত ভাষণ প্রদান করেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, বুধবার  লক্ষীপুর সমজেলার পয়লাপুরে ৩২ জন ছাত্রছাত্রীদের হাতে ও ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *