দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা কেন্দ্রের

১২ নভেম্বর : গত সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর। এই বিস্ফোরণে প্রাণ হারায় মোট ১৩ জন। ঘটনার দুই দিন পর বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দিল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দেয় কেন্দ্র।

এদিন ক্যাবিনেট বৈঠকের শুরুতে দিল্লি বিস্ফোরণে মৃতদের শ্রদ্ধা জানাতে দু’মিনিটের নীরবতা পালন করা হয়। মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বৈঠক শেষে জঙ্গি হামলার তীব্র নিন্দা প্রকাশ করে ক্যাবিনেট এক বিবৃতিতে জানায়, লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত।

পহেলগাঁও হামলার পরেই মোদি সাফ জানিয়েছিলেন, ভারতের বুকে যেকোনও জঙ্গি হামলাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমকক্ষ ধরা হবে। তাহলে কি আবার অপারেশন সিঁদুর শুরু করতে চলেছে ভারত? সেই সঙ্গে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থানে অনড় থাকবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *