পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : নাচ, গান আলোচনায় পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালন করা হল। শুক্রবার স্কুল পরিচালন কমিটি ও প্রাক্তন ছাত্রী এবং শিক্ষকদের উদ্যোগে আয়োজন করা হয় শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। এ দিন সকালে স্কুলের বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তাদের নিয়ে বের হওয়া বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রা বিভিন্ন চত্বর পরিক্রমা করে অনুষ্ঠানস্থল পানিভরা মার্কেট শেডে পৌছে। এরপর সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট শিক্ষাবিদদের সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া বিভিন্ন ভাষা গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের নিয়ে মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অমিয়ভূষণ পাল, অমূল্য পাল, অজয়কুমার পাল, শঙ্করসেবক পাল, সমীরণ পাল, মেহেবুব আলম লস্কর, প্রাণকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, ১৯২৩ সালে ২৩ ডিসেম্বর মহিলাদের শিক্ষাদানের উদ্দেশে প্রয়াত স্বর্ণময়ী শীল ও মাতঙ্গিনী পালের বিশেষ প্রচেষ্টায় অমিয়ভূষণ পাল ও অমূল্য পালের পরিবার জমি দান করেন।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।